🤧🦠 COVID-19 অথবা Corona Virus থেকে সুরক্ষার উপায়: নিয়মিত হাত ধোয়া । হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকা । কাঁচা খাবার এড়িয়ে চলুন । লক্ষ্মণ দেখা মাত্রই চিকিৎসা সেবা নিন 🦠🤧

সেই থেকে শুরু দিনবদলের পালা - Protitee || Sydney

সেই থেকে শুরু দিনবদলের পালা – Protitee || Sydney

সেই থেকে শুরু দিনবদলের পালা – Protitee || Sydney

Date10 Mar, 2018

Starts18:30

Ends22:00

VenueThe Redgum Centre

Location2 Lane St, Wentworthville NSW, 2145

StatusTickets Available

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালীর প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালী জাতি পায় মাতৃভাষার মর্যাদা। রক্তের ঋণে আবদুল গাফ্ফার চৌধুরী লিখলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, প্রথম সুর করলেন শিল্পী আব্দুল লতিফ। পরে শহীদ আলতাফ মাহমুদের সুর করা একুশের এই গানটি কালজয়ী গান হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম এ গানটি গেয়ে চলেছে। একুশের সেই চেতনাই আমাদের কোটি কোটি বাঙালীকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছে। আমরা যে বাঙালি, আমাদের মাতৃভাষা যে বাংলা ভাষা, এই ভাষা ভোলানোর জন্য পাকিস্তানিদের ষড়যন্ত্রকে শহীদের রক্তের বিনিময়ে প্রতিহত করে বাংলা ভাষাকেই যে আমরা রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পেরেছিলাম – এ জন্য আমরা গর্ববোধ করি। একুশ মানে বাঙালী জাতির আত্মত্যাগের এক বীরত্বের কাহিনী। একুশ মানে মাকে মা বলার অধিকার অর্জন। একুশ মানে হার না মানা অবিনাশী চেতনার নাম।
 
২৬শে মার্চ বাংলাদেশ এর মহান স্বাধীনতা দিবস। বাঙালির আনন্দ-বেদনার একটি দিন। ১৯৭১ এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি জল্লাদ এর দল হায়নার মত ঝাঁপিয়ে পড়েছিল নিরশ্ত্র-ঘুমন্ত বাঙ্গালির ওপর। ওরা লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে, লাখো মা-বোন এর সম্ভ্রম হরণ করেছে চরম পাশবিকতায়। গ্রামের পর গ্রাম জালিয়ে দিয়েছে। কিন্তু বাঙালিকে ওরা চিনতে পারেনি। বাঙালিও প্রতিবাদে ফুঁসে উঠলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে শুরু হল মুক্তির যুদ্ধ। ছাত্র-জনতা, শিক্ষক, চাষি, মুটে-মজুর সব পেশার বাঙালি জীবনের মায়া তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। তবে বাংলার কিছু কুলাঙ্গার এর দল বাঙ্গালিদের হত্যাযজ্ঞে সহযোগিতা ক’রে পাকিস্তানী ঘাতকদের। ওই কুলাঙ্গার এর দল রাজাকার, আলবদর, আলশামস বাহীনি গঠন করে তাদের হাতে তুলে দেয় আমাদের মা-বোনদের, ধরিয়ে দেয় মুক্তিযোদ্ধদের, হত্যা করে আমাদের বুদ্ধিজীবিদের। কিন্তু কিছুই বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তানরা নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের আর ২ লক্ষ মা-বোন এর সম্ভ্রম এর বিনময়ে ছিনিয়ে আনল স্বাধীনতা। বাংলা নামে একটা স্বাধীন দেশের জন্ম হল।
 
বাঙালীর ভাষা আন্দলন ও মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের গর্বের শেষ নেই। যে সব বাওালি আমাদের ভাষা ও মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণ করে প্রতীতি আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠানের। কথা ও গান দিয়ে আমরা স্মরণ করব বাঙালির এই সব যুদ্ধের নানা ঘটনাকে।

 
আপনারাও আমাদের সাথে শরিক হন এই মহতী স্মরণ সভায়। আসুন সকলে মিলে গেয়ে উঠি – ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
 
=======================================================================================
 
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রতীতির বিশেষ আলেখ্যানুষ্ঠান
সেই থেকে শুরু দিনবদলের পালা
১০ই মার্চ ২০১৮, শনিবার সন্ধ্যা ৬-৩০ মিনিট
Redgum Function Centre, Wenthworthville
প্রবেশ মূল্যঃ $১০
সন্ধ্যায় নৈশভোজের ব্যবস্থা থাকবে, যা কার্ডের মাধ্যমে ক্রয় করা সম্ভব।
যোগাযোগঃ রথীন – 0468 990 894
 
=======================================================================================

 
 

Get Direction here


[tk_event_weather_for_musicplay_theme]

Use TransportNSW Planner


 
 
 

⚜ Check our All events HERE

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *