সাদাত হোসাইন ইন অস্ট্রেলিয়া || Sydney
Date16 Mar, 2019
Starts19:00
Ends22:00
VenueHurstville Civic Centre
Location16 Macmahon St, Hurstville NSW 2220
StatusTickets Available
‘গল্পের জীবন, জীবনের গল্প’
সাদাত হোসাইন আসছেন অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ার পাঠকপ্রিয় প্রশান্তিকা ও মাসিক মুক্তমঞ্চ পত্রিকার আমন্ত্রণে আসছে মার্চ মাসে সাদাত হোসাইন অস্ট্রেলিয়া সফর করবেন। ঐ সময় তিনি তাঁর ‘গল্পের জীবন, জীবনের গল্প’ শিরোনামে অনুষ্ঠানে যোগ দেবেন। এই শিরোনামে সাদাত বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন তার ভাবনা, দর্শন কিংবা যাপিত জীবনের অসাধারণ সব গল্প, যা হয়ে উঠছে অসংখ্য তরুণের জীবন ও যাপনের ভাবনার অনুষঙ্গ ও অনুপ্রেরণার উৎস।
অস্ট্রেলিয়া সফর উপলক্ষে সাদাত বলেন, “আমি তাই আসছি, সেই গল্প বলতেই। গল্পের ভেতর গল্প, মায়ার স্পর্শ, জীবনের যাপন, আর মন ও মানুষের ছোঁয়া নিয়ে অস্ট্রেলিয়ায়। সেখানে এইসব গল্প হয়ে উঠবে সেইসব মন ও মানুষের আকন্ঠ তেষ্টার জল, অশ্রু টলমল, জীবনের গান, মমতার ঘ্রাণ। ১৬ ই মার্চ, ২০১৯, সিডনিতে, ১৭ মার্চ মেলবোর্ণে, এবং ৩০ মার্চে ব্রিসবেনে। সাদাত হোসাইন প্রশান্তিকায় ‘মন ও মানুষ’ শিরোনামে নিয়মিত কলাম লিখছেন।
Get Direction here
[tk_event_weather_for_musicplay_theme]
Use TransportNSW Planner