বাংলা সংগীত কর্মশালা এবং সেমিনার || Sydney
Date30 Jun, 2019
Starts10:00
Ends17:00
VenueEpping West Public School
Location96 Carlingford Rd, Epping NSW 2121
StatusRegistration Required
সংগীত বিষয়ক কর্মশালা এবং সেমিনার
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া Bangla Open Fora Worldwide প্রকল্প
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া Bangla Open Fora Worldwide প্রকল্পের পক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি সংগীত বিষয়ক কর্মশালা এবং সেমিনার।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলা ভাষার ছাত্র-ছাত্রী, সংগীত সুহৃদ এবং রাগভিত্তিক সঙ্গীতে আগ্রহীদের সংগীত চর্চায় আগ্রহ সৃষ্টির কল্যাণে এ কর্মশালা অনুষ্ঠিত হবে একাডেমির এপিং কেন্দ্রে। তবে এ আয়োজনে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষ অংশ নিতে পারবেন, একই ভাবে অংশ নিতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনের যে কোন দেশ থেকে। কর্মশালায় বা সেমিনারে অংশ নিতে রেজিস্টার করতে হবে। তবে বরাবরের মত কোন ফিস নেয়া হবে না। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া গত ১৫ বছর যাবত । BanglaAcademy Intl এবং BanglaAcademy Australia এর অর্থায়নে এ সেবা দিয়ে এসেছে অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বহু দেশে।
কর্মশালা পরিচালনা করবেন, বাংলা খেয়াল স্রস্টা, সংগীত গুরু শ্রদ্ধেয় আজাদ রহমান Azad Rahaman। এ ছাড়াও অংশগ্রহণ করবেন বাংলাদেশের গুণী সংগীত শিল্পী সেলিনা আজাদ Selina Azad। Rozana Azad Hassan Nafisa Azad Samnan
সাথে থাকবেন রুমানা আজাদ, নাফিসা আজাদ এবং আমন্ত্রিত অতিথিরা। সারাদিন জুড়ে এ আয়োজনে হবে আনন্দ, সংগীতের অনেক অজানা কথা আর গান। কর্মশালায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট দেবেন শ্রদ্ধেয় আজাদ রহমান। আপনি আসছেন তো? বিস্তারিত ওয়েবসাইটে দেখুন। রবিবার | ৩০ জুন ২০১৯ সকাল ১০টা থেকে।
Get Direction here
[tk_event_weather_for_musicplay_theme]
Use TransportNSW Planner