Issues concerning Bangali Migrant Youth
২০২০’র Gaan Baksho ALIVE 90.5FM’র প্রথম episode এ আপনাদের সবাইকে স্বাগতম।
It is important to identify that these issues are common amongst young people from other CALD backgrounds as well however we will focus on Bangali children specifically as we have two young professionals amongst us who are passionate about this subject along with professional experience in working with the target group we are focusing on.
আপনারা হয়তো জানেন, ২০১৯ এ আমাদের গানবাক্স লাইভ থেকে আমরা ইন্টার-জেনারেশনাল এন্ড কালচারাল গ্যাপ বিটুইন মাইগ্রেন্ট প্যারেন্টস এন্ড দেয়ার চিল্ড্রেন এর ওপর ডেডিকেটেড একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোডে আমাদের সাথে ছিলেন অজয় দাশগুপ্ত এবং তার ছেলে অর্ক দাশ। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন মমতা চৌধুরী এবং তার মেয়ে সারাহ চৌধুরী। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেছিলাম সেদিন আমরা৷ এই এপিসোডটি এখনও চাইলে শুনতে পারেন আপনারা, এভেইলেবল আছে আমাদের গানবাক্স ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে৷
বিদেশে আমরা মাইগ্রেট করে চলে আসি উন্নত জীবনযাপনের আশায়, নিরাপত্তার আশায়, বাচ্চাদের উচ্চশিক্ষা, ভবিষ্যতের কথা ভেবে৷ আমাদের জীবন স্বাভাবিক ধারাবাহিকতায় চলতে যতোটা সময় লাগবে বলে আমরা ধারণা করি, যা যা সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমাদের ধারণা থাকে, তার চেয়ে বেশি সময় অনেকেরই লেগে যায়৷ প্রথমেই আমরা নতুন সংস্কৃতিতে মানিয়ে নিতে সময় নেই, আত্মীয় স্বজনদের মিস করতে থাকি, তাছাড়া নতুন করে চাকরি খোঁজা, মন মতো চাকরি না পাওয়া ছাড়াও এখানকার জব ফিল্ডের জন্য নিজেকে তৈরি করতে বেশ খানিকটা সময় লেগে যায়৷
চিন্তা করুন তো, ধরুন আপনি বাচ্চাদের নিয়ে দেশ থেকে বিদেশে মাইগ্রেট করেছেন। নতুন দেশে ভালো থাকবেন এই আশাতেই নিশ্চয়ই এই লম্বা পথ পাড়ি দেয়া। কিন্তু এখানে এসে কিছুই ভালো লাগছে না, সবকিছু বুঝে উঠতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে৷ এরই মধ্যে বাচ্চাদের নতুন স্কুল এই পশ্চিমা সংস্কৃতিতে, নতুন পরিবেশে বেড়ে ওঠার ভালো মন্দটাও আপনাকে ভাবাচ্ছে, এবং সত্যিকার অর্থে ভাবার সময়টুকুও পাচ্ছেন না৷ এই সময়টা আপনার বাচ্চার ভেতরে কী চলছে বলে আপনার মনে হয়? বাচ্চারাও কিন্তু মা বাবার ফ্রাস্টেশন ফিল করে, মন খারাপ ফিল করে৷ নিজেদের কষ্ট, দুঃখ, চ্যালেঞ্জ নিয়ে কথা বলে বাবা মাকে আরও দুশ্চিন্তাগ্রস্ত করতে চায়না বাচ্চারা৷
এইবার ভাবুন তো, বয়ঃসন্ধিকাল, এখানে যেটাকে teenage বলা হয়ে থাকে, এই সময় বাচ্চাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, ফলে ইমোশনাল সাপোর্টের দরকার হয়৷ এমনিতেই এই সময়টা খুব কনফিউজিং, তার মধ্যে নতুন দেশে এসে কোনোরকমে সেটেল কিংবা আন-সেটেলড প্যারেন্টসদের প্রায়োরিটি লিস্টে বাচ্চাদের দৈনন্দিন সমস্যা বা বেড়ে ওঠার সময় কী কী সাপোর্টের প্রয়োজন, এই কথাগুলি মাথা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই সময়টা অনেক ক্রুশিয়াল এবং কেন এতো ক্রুশিয়াল, সেটা জানার জন্যই আজকের এই এপিসোড৷
আমাদের দুজন গেস্ট স্পিকার Dilir Ali এবং Tonny Ahmed
Dilir is a young man of Bangladeshi descent who has always been passionate about empowering diverse voices. Dilir completed his HSC from Normanhurst Boys Selective High School in year 2015 and was recipient of Principal Award of Academic Excellence for being 2nd in Year 12.
Currently studying international studies and laws at the University of Sydney, he has founded a non-profit organisation known as “Brightspark International” providing educational materials to Bangladesh and Papua New Guinea, worked as Youth Transitions Support Officer at CMRC and is part of the diversity committee at PWC. Dilir is also Co-founder of “the Poke Initiative” where he is the Director of Operations. In his spare time, he regularly performs at Bankstown Poetry Slam, and enjoys writing historical fiction set in Imperial China.
Tonny Ahmed was born and brought up in the inner East of Sydney with her family. Tonny completed her HSC from Randwick Girls High School in year 2015. Tonny has experience in Peer Mentoring at Women’s Justice Network as well as experienced as Casework Student at Asylum Seekers Centre. Provided with opportunities that came at her parents decision to leave their home behind in Bangladesh, Tonny was inspired to study social work at UNSW to be able to support other minority groups and is now working with youth at South Eastern Community Connect – a local community organisation that aims to support and mentor individuals to become increasingly independent. Currently Tonny is also a Community Visitor Volunteer at Villawood Detention Centre since 2017. Tonny aims to be able to use her personal experiences to give back to her community for greater change.”
আমাদের কে শোনা যায় FM এ, আমাদের ওয়েবসাইট gaanbaksho.com.au এবং যেকোনো রেডিও পোর্টাল থেকে। একই সাথে আমাদের দেখতে পাচ্ছেন ফেইসবুক লাইভ এ। এছাড়াও আমাদের প্রত্যেকটি এপিসোড পডকাস্ট আকারে শুনতে পারবেন Apple podcast, Google podcast, spotify, Ihart radio এবং Tunein radio তে.
গান বাকসের যেকোনো আপডেট পেতে আমাদের ফেইসবুক পেজ Gaan Baksho Subscribe করুন। আপনাদের যেকোনো মন্তব্য, মতামত শেয়ার করুন আমাদের লাইভ ভিডিও র কমেন্ট সেকশন এ, অথবা ম্যাসেন্জার এ।