Domestic Violence
Written by Aditi S Barua
Domestic violence is a common occurrence in every culture not just in Bengali Community.
Types of DV:
- Physical abuse
- Financial abuse
- Emotional abuse
- Verbal abuse
- Social abuse
- Sexual abuse
- Stalking
- Spiritual abuse
- Image based abuse
Two most recent incidents related Bengali Community members of Sydney are:
Tasmin Bahar – 5/9/2016 SMH reported “Fathers Day visit ends in suspected murder and suicide in Smithfield”. Report mentions Tasmin Bahar and her husband Dev Pillay were in relationship for 6 years and Mr Pillay had physically threatened to kill her and her daughter in past.
Khondoker Faria Elahi – 19/02/2017 SMH reported “Accused murderer suspected affair and trawled wife’s phone before fatal stabbing”. Mr. Shahab Ahmed age 33 suspected his wife Mrs Elahi age 29 of having an affair and upon discovering Mrs Elahi was having an extra marital affair argument escalated to Mr Ahmed grabbing kitchen nice and stabbing Mrs Elahi in her chest. Despite calling 000 paramedics had to take Mrs Elahi to Westmead Hospital where she passed away. They were married for 5 years.
Interesting fact – this was second death in 24 hours period. An Irish man Ian Walsh from Padstow was found with stab wounds to his neck. Later his fiancé Cathrina Ann Cahill was charged with his murder.
In both Faria and Tasmin’s case both their neighbours commented they never heard or seen any signs of violence between the couples.
Some facts in Australian Context
1 in 3 women and 1 in 5 Men have experienced at least one incident of violence from a current or former partner since the age of 15
On average between 2010-2012 every 10 days a male died as a result of family violence.
Between 2014-2016 there were 264,028 DV incidents reported.
Australian Bureau of statistics revealed data that 80% women and 95% of men who experienced domestic violence never contacted police – in the fear of revenge or further violence from spouse or partner.
যারা নির্যাতনের শিকার তাদের জন্য ভয়টা এতই বড় বিষয় যে বাকি আত্ম মর্যাদা, বাচ্চাদের ওপর মানোশিক প্রভাব কি হতে পারে এসব নিয়ে ভাবার পরিস্থিতি কিংবা মানোসিকতা কিছুই থাকে না।
- What will community say?
- Pressure from family and friends
- Not enough support
- Not knowing where to seek help what will be the repercussions
আমরা আরও জানবো :
- কখন সিমা রেখাটা টানা উচিত
- বাচ্চাদের ওপর গৃহ নির্যাতনের প্রভাব
- কোথায় এবং কি ভাবে এই পরিস্থিতির জন্য সাহায্য পেতে পারেন, আপনার অধিকার কি
When enough is enough:সিমা রেখা টানা টা এত সোজা ব্যাপার নয় আমাদের দেশের মেয়েরা কি দেখে কি ভাবে বেড়ে ওঠে এইটা একটা বড় বিষয়। পিতৃতান্ত্রীক সমাজে বেড়ে ওঠা মেয়েদের কাছ থেকে অনেক সাহস কি আশা করা যায়?
- প্রচলিত নিয়ম অনুযায়ী বাড়িতে ভাই আর বোনকে সমান অধিকার দেওয়া হয় না।
- মেয়েদের শেখানো হয় উচিত কথা সবসময় বলতে নেই, উচ্চ স্বরে কথা বলা নিষেধ
- পারিবারিক ব্যাপারে বাইরের কারো সঙ্গে কখনও আলাপ করা যাবে না
- বিয়ে মানে মানিয়ে চলা, compromise/sacrifice
এই সব কিছুই মেয়েদের ভীত প্রকৃতির আর আত্ম সম্মানের অভাব নিয়ে বেড়ে উঠতে সাহায্য করে।So when you see the following you know enough is enough
- স্বামী খারাপ ব্যাবহার করা সত্যেও তার মদ্ধ্যে অনুশোচনা কাজ করে না
- স্বামী মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এমনটা আর হবে না তবু একই ব্যাবহার করে চলেছে
- স্বামী উপলব্ধি করতে পারছে না এই ব্যাবহারের প্রভাব বাচ্চাদের ওপর কিভাবে পড়ছে এবং এই পরিস্থিতি থেকে ওরা কি শিখছে ।
- পরিবার পরিজনদের ব্যাবহার করে সব কিছু নিয়ন্ত্রন করা
- মানসিক অত্যাচার সহ্যের সিমা অতিক্রম করে আত্ম সন্দেহে পরিনত হয়।
Australia তে থাকা বাংলাদেশি নতুন মাইগ্রেন্ট মহিলাদের কি কি সমস্যায় পড়তে হয়
- ভিসা স্ট্যাটাস একটা বড় ব্যাপার যার ফলে মহিলারা নিজেদের অধিকার বুঝতে সময় নেয়
- ভাষার পার্থক্য মহিলাদের চুপ থাকতে বাধ্য করে
- আইনত ভাবে নিজের অধিকার সম্পর্কে as a victim of DV অব্যাহত না থাকা
- পরিবার আত্মীয় রা কি বলবে dependency থেকে ভয় কাজ করে
- বাচ্চাদের কথা ভেবে সংসার টিকিয়ে রাখতে হবে।
যেহেতু বাচ্চাদের নিয়ে প্রসঙ্গ টা উঠলো, গৃহ নির্যাতনের প্রভাব বাচ্চাদের ওপর কিভাবে পরে তাই নিয়ে আমরা কিছুটা জানতে চাই:
- Psychological abuse – বাচ্চাদের মদ্ধ্যে বিশ্বাস না করতে পারার প্রবনতা দেখা দেয়, separation anxiety
- মায়ের সাথে এরকম ব্যাবহারকেই বাচ্চারা স্বাভাবিক বলে মনে করে এবং take her for granted
- Emotional dis-regulations যেমন গালা গালি করা, বদমেজাজ, অতিরিক্ত মনোযোগ চাওয়ার আচরণ তৈরি হওয়া
- এই ঘটনা গুলি বাচ্চাদের মনে গেথে যায় এবং বাচ্চা যতই ছোট্ট হোক না কেন প্রভাব পরবেই, কারন কারা মা’র মদ্ধ্যে যেই দুশ্চিন্তা কাজ করে তা ঠিক দেখতে পায় এবং টের পায়, এইসব বাচ্চাদের সাঙ্ঘাতিক মানসিক ভাবে আঘাত করে এবং এতে বাচ্চাদের মোট মানসিক সুস্থতা’র প্রতি খুবই ক্ষতিকারক প্রভাব পড়ে
Some mental health impacts are:
- Anxiety সারাক্ষন দুশ্চিন্তা
- Depression বিষন্নতা
- Withdrawal হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া কিংবা চুপচাপ হয়ে যাওয়া
- অকালেই অভিভাবিক এর ভূমিকা পালন করা যেমন মার দেখা শোনা করা, মার প্রতি সংরক্ষনশীল আচার আচরণ করা
- মানসিক বিকাশ বাঁধা প্রাপ্ত হওয়ায় কমিউনিকেশন স্কিলে দেরী দেখা যায় তার জন্য অনেক বাচ্চার স্পিচ থেরাপি নিতে হয়
- নিজেকে ছোটো করে দেখার প্রবণতা দেখা দেয় যেখানে বাচ্চারা নিজেদের মা বাবার সমস্যার কারণ মনে করতে শুরু করে।
- Suicidal ideation – আত্মঘাতী চিন্তা ভাবনা ওদের মাথায় আসে
Some other impacts:
- অপমানিত, অপরাধ বোধ করা
- কম বয়েসেই বাড়ি ছেড়ে চলে যাওয়া
- সচরাচর রেগে যাওয়া ভাংচুর করা
- বাড়ি থেকে পালিয়ে যাওয়া
- নেশা গ্রস্থ হয়ে পড়া কিংবা আকৃষ্ট হওয়া
There are always other risks such as:
- শারীরিক ভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা
- নিজেকে সবকিছুর জন্য দোষারোপ করা
- অসহায়ত্ব
- বিষাদ
- ভয়
- আতঙ্ক
- Anger
- Numbness
Over all :
- মনোযোগে সমস্যা
- জেদ করা
- Hyperactivity চঞ্চলতা/অস্থিরতা
- অবাদ্ধকতা
- দুঃস্বপ্ন দেখা
- Withdrawal
- আত্মসম্মান বোধ কমে যাওয়া
- আবেগ বিহীন হয়ে যাওয়া
- হতাশাগ্রস্থ হয়ে পড়া
Impact on each child varies upon:
- বাচ্চার বয়েস যে সময় সে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিলো
- বাচ্চার বয়েস when exposure began
- বাচ্চারাও কি নির্যাতনের শিকার হয়েছে কিনা
- আর্থিক পরিস্থিতি
- বাবা মা কি নেশাগ্রস্থ কিনা
- মানসিক অসুস্থতা
- Supports available
- Strong cultural identity
- বাচ্চার সামাল দেওয়ার পারদর্শিতা
- Family’s access to health, education, housing, social services and employment
Statistics দেখায় গৃহ নির্যাতন দেখে বাচ্চারা এটাকেই স্বাভাবিক মনে করতে শুরু করে বড়ো হবার সময় ওরা মনে করে নির্যাতনকে কাজে লাগিয়ে তারা নিজেদের মন মতন সব কিছু হাসিল করতে পারবে
Where to get helpপ্রথমেই সেফটি প্ল্যান করতে হবে:- কে আছে এই প্রবাসে যার কাছে আপনি সেফ থাকবেন- ইম্পরট্যান্ট ফোন নম্বর গুলো লিখে ফেলুন কিংবা মুখস্থ করুন যেমন লোকাল পুলিশ, বন্ধু, আত্মীয়- সব জরুরি কার্ড, কাগজ পত্র সেফ জায়গায় রাখুন যেমন ক্রেডিট কার্ড, মেডিকেয়ার কার্ড, পাসপোর্ট এসবের ছবি তুলে রাখুন বিশ্বাস যোগ্য আত্মীয়র কাছে ইমেইল করে রাখবেন- একটি ব্যাগ রেডি রাখবেন আপনার ও সন্তানদের জন্য এবং এইটা বিশ্বাস যোগ্য বন্ধু কিংবা আত্মীয়র কাছে রাখুন- আপনার বাচ্চাদের তিন শূন্য ডায়াল করতে শিখান এবং বাসার এড্রেস বলতে শিখান যদি ইমার্জেন্সি তে কল করার প্রয়োজন পরে- বন্ধুদের কোড ওয়ার্ড জানিয়ে রাখুন যেইটা বললে ওরা বুঝবে আপনি বিপদে আছেন এবং আপনার সাহায্য দরকার- বাসার থেকে বেরোনোর কোন কোন রাস্তা উপায় আছে চিন্তা করে রাখুন যদি বিপদের মধ্যে কখনো পড়েন সেই সময়ের জন্য
Step by step কি করতে হবে:
- পুলিশের সঙ্গে যোগাযোগ করুন
- বিশ্বাস যোগ্য কাওকে জানান এবং সাহায্য চান
- ডাক্তার দেখান যদি কোনো আঘাত কিংবা sexual assault এর শিকার হয়ে থাকেন
- জোগাজোগ করুন 1800RESPECT (1800737732) or NSW domestic violence line 1800 65 63 64
- একটি ডিয়ারিতে লিখে রাখুন নির্যাতন কখন কিভাবে আপনার সাথে হয়েছে এবং প্রমান হিসেবে কোনো টেক্সট মেসেজ কিংবা ভয়েস মেইল যদি থাকে সেইগুলিও সেভ করে রাখুন
- অপ্রেহেনডেড ভায়োলেন্স অর্ডারের জন্য এপলাই করুন কিংবা পুলিশ কে বলুন আপনার হয়ে এইটা করে দেবার জন্য
Whom could you ask for help: নিউ সাউথ ওয়েলস পুলিশ এর একটা পোস্ট আছে ডোমেস্টিক ভায়োলেন্স লিয়াইসন অফিসার সাধারণত এই পদে মহিলা অফিসার কাজ করে থাকেন।apprehended domestic violence order (ADVO) also known as restraining order or protection order issue করে পুলিশ কিংবা কোর্ট তবে এটা ততক্ষন পর্যন্ত criminal charge নয় যতক্ষন না পর্যন্ত এই order কে অমান্য করে।ADVO একই ছাদের নিচে থেকেও যেমন নেওয়া সম্ভব তেমনি যার বিরুদ্ধে order টা নেওয়া হয়েছে সে এই order এর কারনে ১০০ মিটার দুরত্ব বজায় রাখতে বাদ্ধ্য। পুলিশ কিংবা উকিলের বলে এই order এ আপনার বাচ্চার নাম আপনি লিখিয়ে নিতে পারেন এতে করে তারাও সুরক্ষিত থাকবে।অবশেষে ইউটিউবে বাংলায় সচেতনতা মুলক একটা সারে নয় মিনিটের ভিডিও আছে Just Reach Out –
নির্যাতনের কথা যে শুধু মাত্র পুলিশকেই বলা যায় তা ঠিক নয় আপনার বিশ্বাসজগ্য ডাক্তার কেও বলতে পারেন।মানোসিক ভাবে শক্ত হতে হবে। যারা ভুল করে তারা নিজেদের দোষ ঢাকতে দুর্বল ব্যক্তিকে দোষারপ করে এবং দিনের পর দিন এরকম ব্যাবহার পেলে নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটাই স্বাভাবিক।Domestic violence is also known as Family violence একই ছাদের নিচে থাকা যেকানও পরিবারের সদস্যদের মাঝে domestic violence হতে পারে শুধুমাত্র স্বমী স্ত্রীর মদ্ধ্যেই হবে not necessarily.