Chandrabindoo Live Concert || Canberra
Date08 Sep, 2019
Starts18:00
Ends23:00
VenueHawker College
Location51 Murranji St, Hawker ACT 2614
StatusTickets Available
Band Chandrabindoo Live in Canberra
ক্যানবেরায় দুই বাংলা মিলিয়ে বাঙালির সংখ্যা এক হাজারের আশ পাশে। তাই সরকারী সাহায্য না পেলে দেশ থেকে নামী শিল্পীদের আনা এই জনসংখ্যা নিয়ে কঠিন। তবুও বহু শিল্পী আমাদের ছোট শহরের মানুষকে আনন্দ দিয়ে যান প্রতি বছর।
এ বছর একটা অভূতপূর্ব ব্যাপার ঘটতে চলেছে ক্যানবেরাতে। বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন সাত সদস্যের জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’কে আনছেন সিডনির বেঙ্গলি সিনে ক্লাবের সঙ্গে সহযোগিতায়। এত নামী কোন ব্যান্ড ক্যানবেরায় আগে কখনো আসেন নি।
চন্দ্রবিন্দুর আলাদা করে পরিচিতি দেবার প্রয়োজন আছে বলে মনে করিনা। ব্যান্ডের সব সদস্যই সুপরিচিত – বিশেষ করে চন্দ্রিল, উপল ও অনিন্দ্যর নাম তো ঘরে ঘরে শোনা যায়। বহু গান , যেমন ‘এভাবেও ফিরে আসা যায়’, ‘রিসকাওয়ালা’, ‘দুনিয়া ডট কম’, ‘আমরা বাঙালি জাতি’ তো আইকনিক হয়ে উঠেছে।আশাকরি ক্যানবেরাবাসী উদ্যাক্তাদের এই প্রয়াসকে স্বতঃস্ফুর্ত ভাবে সমর্থন করবেন।
Get Direction here
[tk_event_weather_for_musicplay_theme]
Use Transport Canberra