অস্ট্রেলিয়াতে সব বাংলাদেশী ইভেন্টের খোঁজ দেবে ‘Gaan Baksho’
উৎসব প্রিয় জাতি হিসেবে বাঙালির বরাবরই বেশ সুনাম রয়েছে। প্রতিবছরই আমাদের আশপাশে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান যার মধ্যে রয়েছে কনসার্ট, সিনেমা, মেলা কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে নিয়মিত ইভেন্টে যাওয়া এসব মানুষের জন্য সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কোথায় কী ধরনের ইভেন্ট, কখন শুরু হচ্ছে- তার খোঁজ রাখা। ব্যস্ততার কারণেই অনেক ক্ষেত্রেই এসব ইভেন্টের খোঁজ রাখা সম্ভব হয় না। এগুলো সম্পর্কে জানতে চাইলে নিয়মিত ইন্টারনেট এ চোখ রাখতে হয় যা সবসময় সম্ভব হয় না। যদিও বর্তমানে কাজটা কিছুটা হলেও সহজ করেছে ফেসবুক। কিন্তু খুঁজে খুঁজে বিভিন্ন ইভেন্টের খোঁজ নেওয়া বেশ সময়সাপেক্ষ। কেমন হতো যদি সব ইভেন্টের খবর এক জায়গায় পাওয়া যেত?- এমনই ধারণা থেকে ২০১৬ সালের যাত্রা শুরু করে ‘GaanBaksho.com.au‘ ইভেন্ট প্লাটফর্ম। ইভেন্ট সেবার জন্য অস্ট্রেলিয়ার ওয়ান স্টপ বাংলাদেশী ইভেন্ট হাব হচ্ছে GaanBaksho.com.au ।
গান বাকসো ইভেন্ট প্লাটফর্ম এর মূল কাজই হচ্ছে ক্লায়েন্ট ও সার্ভিস ভেন্ডরের মধ্যে সমন্বয় করা। আবার একই সাথে দেশব্যাপী ভেন্ডরদের ব্যবসার প্রচার এবং প্রসারের ব্যবস্থা করবে। এছাড়াও, এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বা সেবার তথ্য অনলাইনে প্রচার করা যাবে। ইভেন্ট organizer রা তাদের ইভেন্ট লিস্টিং করতে পারবেন ফ্রি তে (LINK), যা google বা online সার্চে পাওয়া যাবে। আর বাংলা গান? সে তো চলছেই ২৪ঘন্টা ! এখনই visit করে আসুন www.gaanbaksho.com.au