অস্ট্রেলিয়া’র একমাত্র ২৪/৭ HD রেডিও
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রচারিত বাংলা অনলাইন রেডিও ‘গান বাকসো’ সফলভাবে তাদের মোবাইল এবং ফেসবুক অ্যাপলিকেশন অবমুক্ত করেছে। ‘Radio Gaan Baksho’ নামে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে যে কোন অ্যাপল এবং এন্ড্রয়েড ডিভাইসে এবং লাইভ শোনা যাবে ফেসবুক থেকে। উল্লেখ্য ‘গান বাকসো’ অস্ট্রেলিয়ার প্রথম বাংলা রেডিও হিসেবে ২৪ ঘণ্টার হাই ডেফিনেশন বাংলা গান সম্প্রচার করে থাকে এতদিন শুধুমাত্র ওয়েবসাইট থেকেই শোনা যেত। তাই মোবাইল অ্যাপলিকেশন প্রকাশের মধ্য দিয়ে তা সকল শ্রেণীর শ্রোতাদের নাগালের মধ্যে পৌঁছে যাবে বলে বিশ্বাস করেন এর প্রতিষ্ঠাতারা। এখন থেকে রেডিওটির প্রচার শুধুমাত্র নতুন বা পুরাতন বাংলা গানেই সীমাবদ্ধ না রেখে অস্ট্রেলিয়ায় আয়োজিত নানা ধরণের বাংলা মিজিক্যাল শো সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলে জানান রেডিওটির একজন মুখপাত্র। নিয়মিত আয়োজনে আরো থাকছে স্থানীয় বাঙ্গালী শিল্পী এবং বাংলা ব্যান্ড সংগীত পরিবেশনা এবং আড্ডা। এছাড়াও নিয়মিত শ্রোতাদের জন্য বিশেষ আকর্ষন হিসেবে থাকছে স্থানীয় বিজনেস এবং রেস্টুরেন্ট কুপন, কনসার্ট টিকেট এবং আরো অনেক আকর্শনীয় উপহার। গান বাক্স ওয়েবসাইট এ এছাড়া ও রয়েছে দিনের সংবাদ শিরোনাম, জরুরী তথ্য ভাণ্ডার, সিডনি’র ইভেন্ট লিস্ট, এবং কমিউনিটি’র আপডেট।
বিস্তারিত জানতে একবার ঘুরে আসুনঃ www.gaanbaksho.com.au অথবা www.facebook.com/gaanbaksho এ।
এখনি আপনার অ্যাপল কিংবা এন্ড্রয়েড ফোন থেকে ডাউনলোড করুন ‘Radio Gaan Baksho’ । এবং বিরতিহীন উপভোগ করুন আপনার পছন্দের সকল বাংলা গান যে কোন সময় যে কোন জায়গা থেকে।