রেডিওর জন্য একটি ভাল নিউজ স্টোরি কীভাবে লিখবেন?
ভাল রেডিও সাংবাদিক হতে হলে স্টোরি বাছাই, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক সম্পাদকীয় বিবেচনা, নিরপেক্ষভাবে এসব তথ্য পরিবেশনা সবকিছুই গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার প্রযোজক মোয়াজ্জেম হোসেন বলছেন স্টোরি বাছাই ও তৈরির কাজে কীধরনের বিবেচনা প্রয়োজন।
এরপর আসে সংবাদের সত্যতা যাচাইয়ের বিষয়টি । যেমন আমাদের নিজস্ব সংবাদদাতারা বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। নিউজ এজেন্সি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রয়োজনে ঘটনার প্রত্যক্ষদর্শী, এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলতে হয় খবর যাচাই-বাছাই করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। ঘটনা সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য থাকলে নিরপেক্ষতার স্বার্থে দুপক্ষের তথ্যই স্টোরিতে দিতে হয় ।
সোশাল মিডিয়ায় আসা সংবাদের সত্যতা যাচাইও গুরুত্বপূর্ণ। এখন সংবাদপত্র, রেডিও টিভির বাইরেও ফেসবুক, টুইটার, সোশাল মিডিয়া থেকে নানা খবর আসে। এসব খবর যাচাই না করে প্রচার করা যেমন ঠিক না আবার চেপে যাওয়াও ঠিক নয় ।
“একটা ভাল নিউজ স্টোরির মধ্যে মৌলিক কিছু প্রশ্নের উত্তর থাকা দরকার। যেমন কী ঘটেছে, কোথায় ঘটেছে, কারা ঘটনার সঙ্গে যুক্ত, ঘটনার পরিণাম কী হতে পারে- খবর যাচাইয়ের জন্য এগুলো জানা জরুরি,” বলছেন মোয়াজ্জেম হোসেন।
খবরের কিউ ঠিকভাবে লেখাও গুরুত্বপূর্ণ – সংবাদপত্রে খবরের শিরোনামের যে ভূমিকা রেডিও বা টিভি প্রতিবেদনে কিউ-এর ভূমিকাও একই। অর্থাৎ মূল খবরটা কী- খবর সম্পর্কে ইঙ্গিত দেওয়া- যাতে পুরো খবরটা জানতে মানুষ উৎসাহিত হয়।
একটা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খবর কীভাবে তৈরি করবেন সেটা নির্ভর করবে যেসব সাক্ষাৎকার ও তথ্য আপনি সংগ্রহ করেছেন তা কীভাবে গাঁথছেন । সেটার ওপরই নির্ভর করবে আপনার স্টোরি শ্রোতাদের আকৃষ্ট করবে কীনা।
খবরের বিশ্লেষণ কখন করা উচিত সেটাও মাথায় রাখা দরকার । সংবাদ বিশ্লেষণ করার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা খুবই জরুরি- বিশেষ করে তাতে যেন কোনো রাজনৈতিক মতামত প্রতিফলিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন।